সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭

বলে দাও মা-নাছির উদদীন পুটিবিলা


# বলে দাও মা #
নাছির উদদীন পুটিবিলা

সুখে নেই মা, সুখে নেই আজ
তোমার ছেলের মন,
মাদার" বলে তোমাকে ডাকে
শহরে নানান জন।
\
প্রাণের মূল্যে কিনে নিয়েছি
তোমার মুখের ভাষা,
সেই ভাষাতে ডাকিবেনা মা
এমন ছিলনা আশা।
\
তোমার ছেলে প্রাণ দিয়েছে
তোমার ভাষার জন্য,
তাই বলে আজ বিশ্ববাসী
ভাষা দিবস করে গণ্য।
\
ওরা কি জানেনা বায়ান্নতে
দিয়েছি মোদের প্রাণ,
তোমার ভাষা রক্ষার জন্য
জীবন করেছি দান।
\
বলে দাও মা তোমার ছেলেদের
মা ডাকিবার জন্য,
সুমধুর ডাকে ভাষা শহীদের
মরণ হবে ধন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন