মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

প্রস্তুত মুশফিক-ইমরুল-মুমিনুল





নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার পাশাপাশি দলের চোট নিয়ে বেশ বিপর্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সামনেই ভারত সফর, এ সফরকে কেন্দ্র করে দ্রুত দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে ফিরিয়ে আনার জন্য উদ্গ্রীব হয়ে আছে টিম ম্যানেজমেন্ট। তবে নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়া বাংলাদেশ দলের তিন ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হকের উন্নতি হচ্ছে খুব দ্রুত। তারা সম্পূর্ণভাবে ফিট হয়ে ফিরতে খুব বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস। গতকাল মঙ্গলবারও একই সময়ে ভিন্ন ভিন্ন নেটে পেস ও স্পিন বল স্বাচ্ছন্দ্যে মোকাবিলা করেছেন নির্ভরযোগ্য এ তিন ব্যাটসম্যান। তাদের ব্যাটিংয়েও ছিল ছন্দে ফেরার লক্ষণ। সেই সঙ্গে কেউই ব্যাটিং করার সময় ব্যথা অনুভব করেননি বলে জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। অগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে এ তিন ক্রিকেটারের খেলা নিয়ে তেমন শঙ্কা থাকছে না। সেই সঙ্গে পূর্ণ শক্তি নিয়ে ভারত সফরের ব্যাপারে আশাবাদী হচ্ছে টিম ম্যানেজমেন্ট।

ভারত সফরের আগেই চোটে পড়া তিন খেলোয়াড় পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই বিশ্বাস হ্যালসলের। হ্যালসল এ সময় সংবাদমাধ্যমকে বলেন, ‘মুশফিক, মুমিনুল ও ইমরুলের ভালো উন্নতি হচ্ছে। ফিজিও জানিয়েছে ব্যথাহীন থেকেই ব্যাটিং অনুশীলন করেছে তিন ব্যাটসম্যান। আগামীকাল একটি ব্যাটিং সেশন রয়েছে। আশা করি দ্রুতই পুরোপুরি ফিট হয়ে উঠবে ওরা।’

কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি অভিজ্ঞ এ তিন ক্রিকেটার। প্রথম টেস্টে রান নিতে গিয়ে বাঁ-পায়ের ঊরুতে টান পড়ে ওপেনার ইমরুলের। এরপর পাঁজরে চোট পান মুমিনুল। ওই টেস্টেই আঙুলে আঘাত পান মুশফিক। নিউজিল্যান্ড সফরজুড়ে ব্যর্থ টাইগারদের ভারতের বিপক্ষে টেস্টে ভালো করতে হলে এই তিন ব্যাটসম্যানের দলে ফেরা জরুরি ছিল। তাদের দ্রুত উন্নতি দলের জন্য ইতিবাচক ঘটনাই বটে।

সেই সঙ্গে বিসিবি সূত্রে এমন খবর পাওয়া গেছে, ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্টের জন্য আজ দল ঘোষণা হতে পারে। তার আগে মঙ্গলবার রাতে বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিউজিল্যান্ড সফর শেষ করে গত সপ্তাহে ঢাকায় ফেরে টিম বাংলাদেশ।

আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। বিরাট কোহলির নেতৃত্বাধীন মূল দলের মুখোমুখি হওয়ার আগে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দুদিনের (৫-৬ ফেব্রুয়ারি) একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ভারত সফরের পর মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার কথা মাশরাফি-সাকিব-মুশফিকদের। লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডের সঙ্গে থাকছে দুটি টি-২০।

ইতোমধ্যেই ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্পের জন্য ঘোষিত ২৩ জনের সবাই আছেন। ঘোষিত ৩০ সদস্যের স্কোয়াডে ফিরেছেন নাসির হোসেন।

বাংলাদেশের প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আবদুুল মজিদ, এনামুল বিজয়, আল আমিন, আলাউদ্দিন বাবু, লিটন দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম

"