সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭

মা কে উপহার-বি.কে হাজারী


মা কে উপহার
    বি,কে, হাজারী
----------------------------
মাগো,তুমি কাঁদছো কেন?
বুলেটের নিষ্ঠুরতা,তোমার সন্তানের বুক ছিদ্র করলো বলে?
মাগো! তুমি কাঁদছো কেন?
সালাম,বরকত,রফিক,শফিক সবাইকে হারালে বলে?
মা তুমি কাঁদছো কেন?
ভাবছো বুঝি, তোমার স্বাধীনতা ছিনিয়ে অানবে কারা?
মা,তুমি যে লক্ষ সন্তানের জননী,
তুমি যে বীরসন্তানের সাহসী জননী
মা, তোমার স্বার্থকতা তো সেখানেই
লক্ষ লক্ষ বীর সেনানির মা হয়ে।।
মা, তুমি ভেঙ্গে পড়ো না,
অামরা তোমার মুক্তিকামী সাহসী যোদ্ধা,
তোমার স্বাধীনতা,ভাষার অধিকার ছিনিয়ে অানবই।
তুমি দেখবে মা
 তোমার দামাল ছেলেরা তোমাকে মুক্ত করবেই।
মা তুমি ভেবো না
৭১ এর ১৬ ডিসেম্বর তোমার জন্মদিনে উপহার হবে লাল সবুজের পতাকা
অার স্বাধীনদেশের বাংলাভাষা।
মা,মাগো! এবার তুমি নিরবে,প্রশান্তিতে একটু ঘুমাও,
অার দেখো সে উন্নয়নের সোনারবাংলার স্বপ্ন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন