শনিবার, ২৫ মার্চ, ২০১৭

খুঁজে পেলাম স্বাধীনতা -বি.কে হাজারী

খুঁজে পেলাম স্বাধীনতা
         বি.কে হাজারী

---------------------------------------
অামি তো দেখিনি
             কিভাবে পেলাম স্বাধীনতা?
অামি শুনেছি তারই কথা
           '৭১ এর ভূলুণ্ঠিত মানবতা।
অামি তো দেখিনি
         স্বাধীনকামী বীর সন্তানদের
 অামি শুনেছি তারই কথা
           নির্যাতিত মা- বোনদের।
অামি তো দেখিনি
        সেই স্বাধীনতার ঘোষক
পড়েছি ইতিহাস জেনেছি অামি
       কারাই ছিল দেশের শোষক।
   অামি তো দেখিনি
             ' ৭১ এর সেই মুক্তিযুদ্ধ
    হয়েছি শুধু অামি
          দেশ প্রেমিকের অাদর্শে শুদ্ধ।
অাজ অামি গর্বিত সন্তান
        অামার পরিচয়,অামি বাঙালী
পৃথিবীখ্যাত ইতিহাস নিয়ে
           অামি বাংলায় কথা বলি।।

রবিবার, ৫ মার্চ, ২০১৭

দেশ-কবি সিরাজ তালুকদার

"দেশ"
সিরাজ তালুকদার

ছবির মতন গ্রামখানি
দেখতে অনেক ভালো,
সেই যে আমার জন্মভূমি
লাল-সবুজের আলো।
সবুজ ঘেরা মাঠ- প্রান্তর
মাছ ভরা দিঘী,
সন্ধ্যে বেলা জোনাকিরা
করে ঝিকিমিকি।
শস্যকণা দোল খায়
একটু হাওয়া হলেই,
পানকৌড়ি ডূব দেয়
একটু জল পেলেই।
ধন-সম্পদে ভরা মাটি
অঙ্গে যখন মাখি,
গর্বে আমার বুক ভরে যায়
সোনার চেয়েও খাঁটি ।