রবিবার, ৫ মার্চ, ২০১৭

দেশ-কবি সিরাজ তালুকদার

"দেশ"
সিরাজ তালুকদার

ছবির মতন গ্রামখানি
দেখতে অনেক ভালো,
সেই যে আমার জন্মভূমি
লাল-সবুজের আলো।
সবুজ ঘেরা মাঠ- প্রান্তর
মাছ ভরা দিঘী,
সন্ধ্যে বেলা জোনাকিরা
করে ঝিকিমিকি।
শস্যকণা দোল খায়
একটু হাওয়া হলেই,
পানকৌড়ি ডূব দেয়
একটু জল পেলেই।
ধন-সম্পদে ভরা মাটি
অঙ্গে যখন মাখি,
গর্বে আমার বুক ভরে যায়
সোনার চেয়েও খাঁটি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন